সরকারের ‘শুভবুদ্ধি উদয়ের’ আশায় ফখরুল

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির দাবি অনুযায়ী আওয়ামী লীগ ছাড় দেবে বলে এখনও আশায় আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই সিদ্ধান্ত নিতে সরকারের ‘শুভবুদ্ধি উদয়’ হবে বলে মনে মনে করেন তিনি।

১৯ নভেম্বর রোববার লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজার এলাকায় বাইসাইকেল শোভযাত্রা উদ্বোধনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি নেতা। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা গড়তে এই শোভাযাত্রা করা হয়।

ফখরুল বলেন, ‘আমরা বলছি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে। যে নির্দলীয় সরকার নির্বাচন কমিশনকে সহায়তা দিয়ে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেবে। আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।’

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই আবারও একতরফা নির্বাচনের জন্য তারা নানা কৌশল নিয়েছে। কিন্তু নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে জনগণ ও বিশ্ববাসী ওই নির্বাচন মানবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে। আমাদের আন্দোলন সংগ্রাম করে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু পল্লীতে হামলায় ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে যাওয়ায় বিএনপি সেখানে পুর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে বলেও জানান ফখরুল। বলেন, ‘যখন কোন রাজনৈতিক দল কর্মসূচি দেয় সেখানে বিএনপি কোন কর্মসূচি দেয় না। এটা বিএনপির রাজনৈতিক শিষ্টাচার।’

বাইসাইকেল শোভাযাত্রা শেষে স্থানীয় বড়বাড়ী মাঠে শহীদ আবুল কাসেম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করেন ফখরুল। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আজকের বাজার:এলকে/এলকে ১৯ নভেম্বর ২০১৭