লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার ২০১৫ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সই হওয়া চুক্তি বাতিল করে দেশে নতুন সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
গতকাল (সোমবার) টেলিভিশনে দেয়া বক্তৃতায় জেনারেল হাফতার এই অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় তিনি বলেন, লিবিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে তিনি দেশে নতুন সরকার গঠন করবেন।
জেনারেল হাফতার জোর দিয়ে বলেন, “আমার অনুগত গেরিলারা পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে। রাজনৈতিক যে চুক্তি হয়েছিল তা দেশকে ধ্বংস করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা দেশ গঠনের জন্য নতুন করে কাজ করব।”
এ বক্তব্যের মধ্যদিয়ে জেনারেল হাফতার জাতিসংঘের মধ্যস্থতায় ২০১৫ সালে সই হওয়া চুক্তির কথা ইঙ্গিত করেছেন। ওই চুক্তি মোতাবেক লিবিয়ায় একটি আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত সরকার প্রতিষ্ঠা হয় যার নেতৃত্বে রয়েছেন ফাইয়াজ আল-সারাজ।