জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের জনগণের উন্নত জীবন-মান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
আজ রোববার মেহেরপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা। দেশের মানুষের যেন দুর্ভোগ না হয়, সেজন্য সরকার ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করছে। এছাড়াও সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্ন আয়ের জনগণের মাঝে বিভিন্ন ধরনের ভাতা বিতরণ করছে যাতে তারা স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারে।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমের অধীনে মেহেরপুর জেলায় প্রথম পর্যায়ে ৬৬ হাজার ৭৬২ পরিবারের মাঝে ৪৬০ টাকা মূল্যে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল প্রদান করা হবে।