সরকার দিনে দিনে স্বৈরাচারী হয়ে উঠছে: নজরুল

আন্তর্জাতিকে শ্রমিদ দিবস উপলক্ষে পহেলা মে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলকে জনসভা এবং র‌্যালি পালনের অনুমতি না দেয়ায় সরকারের কড়া সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার দিনে দিনে আরও বেশি স্বৈরাচারী হয়ে উঠছে।

মঙ্গলবার (০১ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, এই সরকার নির্বাচিত নয়, এই সরকার জনগণের বন্ধুপ্রতীম না, তারা শ্রমজীবী মানুষের বন্ধুপ্রতীম না। তার পরেও এই সরকারের বিরুদ্ধে আন্দোলন আমরাই করতে চাই জনগণকে সাথে নিয়ে।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান খালি পড়ে আছে। কেউ যায়নি সেখানে। কিন্তু আমাদের অনুমতি দেয়া হলো না। কেন দেয়া হলো না? সরকারের কাছে রিপোর্ট আছে বিশাল মিছিল হবে, শ্রমিকদলের উদ্যোগে। সরকার চায় না যে জাতীয়তাবাদী আদর্শের পক্ষে মিছিল হোক, স্লোগান হোক।

নজরুল ইসলাম বলেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদককে থানায় ডেকে নিয়ে পুলিশ হুমকি দিয়ে বলেছে র‌্যালিও করা যাবে না।

তিনি বলেন, আইনি ভাবে তো এখনো বাকশাল কায়েম করা হয়নি। এখনো ৭৫ সালের মতো একদলীয় শাসন কায়েম করা হয়নি। তাহলে প্রধান বিরোধী দলের সমাবেশে কেন বাধা দেওয়া হলো। এমন যদি হয় বিএনপি বা তাদের অঙ্গ সংগঠন মিছিল সমাবেশ করতে পারবে না, তাহলে এটা আইন করে দিক। সরকারি নির্দেশনা জারি করে দেওয়া হোক। সারা দুনিয়া জানুক যে, এখানে বিরোধী দলকে সমাবেশ মিছিল করতে দেওয়া হয় না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন,সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান প্রমুখ।

আজকের বাজার/ এমএইচ