স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, সকলের মাঝে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের জন্য সরকার কাজ করছে। আজ বুধবার রাজধানীর কাকরাইলস্থ হোটেল রাজমনি ঈশাখাঁ’র ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত ‘বঙ্গবন্ধু বাঙালির হাজার বছরের অনুপ্রেরণা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম-বাংলাদেশ এই আলোচনা সভার আয়োজন করে। তাজুল ইসলাম বলেন, পানির দাম সেভাবে বৃদ্ধি করা হয়নি। বাংলাদেশে জনগণের চাহিদা মোতাবেক যথেষ্ঠ পানি রয়েছে। আমরা চেষ্টা করছি সবার মাঝে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের জন্য।
বঙ্গবন্ধুকে নিয়ে অতিরঞ্জিত কিছু না করার আহবান জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু তাঁর কর্মের মধ্যে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু শুধু মহান স্বাধীনতার স্থপতিই নন, তিনি একজন বিশ্ব নেতা। ঐতিহাসিক ৭ মার্চের সেই মহাকাব্য সারাবিশ্বের মানুষ এখনো অবাক বিস্ময়ে শোনে। সংগঠনের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত প্রমূখ বক্তব্য রাখেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান