সরকার সেভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি: খালেদা

রোহিঙ্গা শরণার্থীদের পাশে সরকারের যেভাবে দাঁড়ানোর কথা ছিল সেভাবে দাঁড়ায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রোহিঙ্গাদের মায়ানমারে ফেরাতে ঠিকভাবে কূটনৈতিক তৎপরতা চালায়নি বলেও অভিযোগ করেন তিনি।

৩০ অক্টোবর সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি রোহিঙ্গাদের ফেরত নিতে মায়ানমার সরকারের প্রতি আহবান জানান।

সরকারকে আহবান জানিয়ে খালেদা জিয়া বলেন, শুধু কথার কথা নয়, কাজে প্রমাণ করে দিতে হবে। রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরাতে হবে। বাংলাদেশ খুব গরিব দেশ। বাংলাদেশের পক্ষে লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন রাখা সম্ভব নয়।

মায়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন,মানবতার স্বার্থে আপনাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। তাদের নিরাপত্তাসহ সকল নাগরিক অধিকার দিন। বর্ষা গেল, সামনে শীত আসছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে।

বিএনপির পক্ষ থেকে রোহিঙ্গাদের ১১০ টন চাল, ৫ হাজার প্যাকেট শিশু খাদ্য ও ৫ হাজার প্রসূতি মায়ের খাদ্য তদরকারী সেনা কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে বলেও জানান খালেদা জিয়া।

আজকের বাজার:এলকে/এলকে ৩০ অক্টোবর ২০১৭