সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
সরস্বতী পূজা উপলক্ষে আজ বুধবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই শুভেচ্ছা জানান। সরস্বতী পূজা উৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে আবদুল হামিদ বলেন,‘সরস্বতী পূজা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ধর্মীয় উৎসব। এই উৎসবে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণ এ দেশের অসাম্প্রদায়িক চেতনায় ও ঐতিহ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে।’

তিনি বলেন,‘জ্ঞানচর্চার ক্ষেত্রে বাণী অর্চনার এই আবহ অম্লান হোক। জ্ঞানালোকে উদ্ভাসিত হয়ে দেশের প্রতিটি মানুষ অসাম্প্রদায়িকতা, অজ্ঞানতার অন্ধকার, কূপমন্ডকতা আর অকল্যাণকর সকল বাধা পেরিয়ে একটি উন্নত সমাজ গঠনে এগিয়ে আসবে-এটাই সকলের প্রত্যাশা।’ রাষ্ট্রপতি বলেন,‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এ দেশের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।’

তিনি বলেন,‘আমার দৃঢ় বিশ্বাস সকল সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় সুষম উন্নয়নের মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের‘সোনার বাংলা’গড়ে তুলতে সক্ষম হবো।’ আবদুল হামিদ বলেন,‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে‘মুজিববর্ষ’উদযাপনের ক্ষণগণনা শুরু হয়েছে। ২০২১ সালে উদ্যাপিত হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।’ তিনি বলেন,‘এই অনন্য গৌরবময় অনুষ্ঠান দুটি বাঙালি জাতির ইতিহাসে নতুনমাত্রা যোগ করবে। আমি দেশের সকল সম্প্রদায়ের জনগণকে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপনের আহ্বান জানাই।’খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান