বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে শিরোপা নির্ধারনী ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পাইন। তিনি বলেছিলেন, ভারতের কাছে পাত্তাই পাবে না নিউজিল্যান্ড। কিন্তু সেই নিউজিল্যান্ডই চমক দেখিয়ে শিরোপা জয় করেছে। ম্যাচের পঞ্চম দিন পর্যন্ত টেস্টটি ড্র’র পথেই ছিলো। কিন্তু রির্জাভ ডে, ষষ্ঠ দিন বোলারদের নৈপুন্যে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
ফাইনাল নিয়ে ওমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছিলেন পাইন। ফাইনাল শেষেও সমালোচিত হন তিনি। ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে নিউজিল্যান্ড ক্রিকেটকে ‘সরি’ বললেন পাইন।
নিজের ভুল স্বীকার করে নিউজিল্যান্ডের রেডিও নিউজটক জেডবিতে পাইন বলেন, ‘আমরা সবাই কখনও না কখনও ভুল প্রমাণিত হই। কিউই সমর্থকদের কাছে বেশ তুলাধুনা হতে হয়েছে আমাকে। এজন্যই প্রকাশ্যে ‘সরি’ বলছি। ফাইনালে নিউজিল্যান্ড অসাধারণ খেলেছে। ষষ্ঠ দিন দারুন বল করেছে নিউজিল্যান্ডের বোলাররা। বোলারদের জন্যই ম্যাচ জয় সহজ হয়ে যায় কিউইদের।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নিউজিল্যান্ডের দুঃখ ঘুচবে বলে মনে করেন পাইন। তিনি বলেন, ‘শেষ দু’টি ওয়ানডে বিশ্বকাপে খেলেও শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। গত ওয়ানডে বিশ্বকাপে যেভাবে ফাইনাল হারলো, তা খুবই হতাশার। তবে এবারের শিরোপা তাদের অতীতের সকল দুঃখকে ঘুচে যাবে। কারন টেস্টের সেরা দল হওয়া চাট্টিখানি কথা নয়। এরমধ্যে এই শিরোপার জন্য গেল আড়াই বছর লড়াই করেছে তারা।’
ফাইনাল হারলেও ভারতের প্রশংসা করেছেন পাইন। তিনি বলেন, ‘যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছিলো ভারত। শিরোপার অন্যতম দাবীদার ছিলো তারা। তবে একটি খারাপ দিনে, শিরোপা হাতছাড়া হলো তাদের। কোহলির নেতৃত্বে ভারত ভয়ংকর দল। গত সফরে পিছিয়ে পড়েও আমাদের হারিয়েছিলো ভারত। ঐ সফরের ফল, সেটিই প্রমান করে।’