ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ক্লাবে ডুকে পরলেন রবার্ট লেওয়ানডস্কি।
মঙ্গলবার এথেন্সে রুদ্ধশ্বাস ম্যাচে বায়ার্ন ৩-২ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোসকে। এই ম্যাচে জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এসেছেন জার্মান ক্লাবের গোলমেশিন।
চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় এখন পাঁচে এলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্টার। রুড ফান নিস্তেলরয়কে (৫৬টি গোল) টপকে লেওয়ানডস্কি এখন পাঁচে। তাঁর ঝুলিতে এসেছে ৫৮টি গোল। এই তালিকায় প্রথম চারে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো (১২৭টি গোল), লিওনেল মেসি (১১২টি গোল), রাউল গঞ্জালেজ (৭১টি গোল) ও করিম বেঞ্জিমা (৬০টি গোল)।
আজকের বাজার/লুৎফর রহমান