সর্বজনীন পেনশন স্কিমে দেশের প্রথম জেলা হিসেবে ৫০ হাজার রেজিস্ট্রেশনের মাইলফলক অতিক্রম করেছে চট্টগ্রাম জেলা। গত কাল ২৭ মে সর্বশেষ রাত ১০টা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী সমগ্র দেশে এখন পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করেছে প্রায় ২ লাখ ৫২ হাজার গ্রাহক, যার প্রায় ২০ শতাংশই চট্টগ্রাম জেলা থেকে। এই পর্যন্ত সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করেছেন এই জেলার বাসিন্দারা।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানিয়েছে, সোমবার রাত ১০টা পর্যন্ত চট্টগ্রাম জেলা থেকে সর্বজনীন পেনশন স্কিমে ৫০ হাজার ৬৮৮টি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে রাউজান উপজেলাতে ৮ হাজার ৬৪৭টি, সীতাকু- উপজেলাতে ৫ হাজার ৬২০টি, বাঁশখালী উপজেলাতে ৪ হাজার ৬০২টি, কর্ণফুলী উপজেলাতে ৩ হাজার ২৩৩টি এবং চন্দনাইশ উপজেলাতে ৩ হাজার ২১৪টি রেজিস্ট্রেশন হয়েছে।
সরকারের এই সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বিভিন্ন পেশাজীবী, প্রবাসী এবং সাধারণ মানুষের পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে দেশের বৃহত্তম ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ তাদের সব কর্মকর্তা-কর্মচারীকে পেনশন স্কিমে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। শনিবার (২৫ মে) সীতাকু-ে কেএসআরএম স্টিল প্ল্যান্টে এ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা প্রশাসন ও কেএসআরএমের যৌথ উদ্যোগে।
কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘সীতাকু- কেএসআরএম স্টিল প্ল্যান্টের প্রায় ১ হাজার কর্মকর্তা-কর্মচারী জাতীয় পেনশন স্কিমের আওতায় এসেছে। অন্য কর্মকর্তা-কর্মচারীরা পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতায় আসবে। কোম্পানির করপোরেট সোশাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিসেবে কর্মকর্তা-কর্মকারীদের জাতীয় পেনশন স্কিমের প্রথম কিস্তির টাকা পরিশোধ করবে কেএসআরএম কর্তৃপক্ষ।’
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিম; যা বৃদ্ধ বয়সে সবার অবলম্বন হিসেবে বিবেচিত হবে। চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রবাসী অধ্যুষিত জেলা হওয়ায় এখানকার মানুষ এ ধরনের স্কিমে অংশগ্রহণ করতে ব্যাপক আগ্রহী। জুলাই মাসের মধ্যে ১ লাখ রেজিস্ট্রেশনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে চট্টগ্রাম থেকে ৫০ হাজার ৬৮৮টি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।’
চলমান কার্যক্রমের ধারা সমান গতিতে বজায় রাখতে তিনি সচেষ্ট জানিয়ে বলেন, “বাংলাদেশের প্রেক্ষিতে সর্বজনীন পেনশন স্কিমের মত উদ্যোগের সাফল্য সম্ভাবনা বিপুল, ৫০ হাজার মাইলফলক অর্জন সেই পথকে আরো সুগম করেছে। আশা করি জেলা প্রশাসনের চেষ্টায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আরো অনেক দূর যাবো।”
দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সমাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে এবং ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের কারণে নির্ভশীলতার হার বৃদ্ধি পাবে বিবেচনায় নিয়ে মহান জাতীয় সংসদ কর্তৃক “সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩” পাশ হয় এবং গত ৩১ জানুয়ারি, ২০২৩ রাষ্ট্রপতির সম্মতি লাভের পর আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়। (বাসস)