সর্বোচ্চ লেনদেনে বাংলাদেশ সাবমেরিন কেবল

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়ে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনশেষে, প্রতিষ্টানটির লেনদেন ছাড়িয়েছে ১২ কোটি ৩১৯লাখ টাকা। আর লেনদেন হয় মোট ৯ লাখ ৭০ হাজার ৮৫৮ টি শেয়ার।

লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড। আজ লেনদেন ছাড়ায় ১১ কোটি ৬২ লাখ টাকা। আর মোট লেনদেন হয় ৬ লাখ ৯৮ হাজার ২১৬টি শেয়ার।

এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড । আজ লেনদেন ছাড়ায় ৮ কোটি ১ লাখ টাকা। মোট লেনদেন হয় ২৭ লাখ ৮৫ হাজার ৫৮৯ টি শেয়ার।

এছাড়া টপ ট্রেড বা লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে : সামিট পাওয়ার, গ্রামীনফোন, ইস্টার্ন কেবলস, মুন্নু জুট স্টাফলার, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস,স্ট্যান্ডার্ড সিরামিকস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মেঘনা পেট্রোলিয়াম, মুন্নু সিরামিকস,স্টাইল ক্রাফট, সোনারবাংলা ইন্স্যুরেন্স, পদ্মা অয়েল, ঢাকা ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওয়াটা কেমিক্যাল লিমিটেড।

 

 

আজকের বাজার/মিথিলা