সর্বেোচ্চ দর বেড়েছে আলহাজ্জ টেক্সটাইলের

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শতাংশের দিক দিয়ে লেনেদেনের  শীর্ষে উঠে এসেছে যে প্রতিষ্ঠানগুলো  তাদের মধ্যে প্রথমেই রয়েছে আল-হাজ্জ টেক্সটাইল মিলস লিমিটেড। আজ  প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ বা ৬ টাকা ৩০ পয়সা,  ৭০ টাকায় শেষ লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো জানা যায়,  এদিন শেয়ারটি ২ হাজার ১৪৩ বারে ৯ লাখ ৬৩ হাজার ৫৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৪৪ হাজার টাকা।

টপ গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। এদিন প্রতিষ্ঠানটির  দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ বা ৪ টাকা ৮০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৭৭০ বারে ১৪ লাখ ৫১ হাজার ৩৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে অরিয়ন ইনফিউশন লিমিটেডে। এই দিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৬১ শতাংশ বা ৫ টাকা ৮০ পয়সা। শেয়ার সর্বশেষ ৬৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৭১৮ বারে ৩০ লাখ ৪৫ হাজার ৫৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৮০ লাখ ১ হাজার টাকা।

টপ গেইনারের তালিকার  অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে: হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, সায়হাম টেক্সটাইলস লিমিটেড, মুন্নু স্টাফলার্স অ্যান্ড জুট, স্টাইল ক্রাফট, মেঘনা সিমেন্ট, এসিআই কোম্পানি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

 

আজকের বাজার/মিথিলা