সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে শতাংশের দিক দিয়ে সবচেয়ে দর বেড়ে শীর্ষে উঠে এসেছে যেসব প্রতিষ্ঠানেরতাদের মধ্যে প্রথমেই রয়েছে ইনটেক লিমিটেড। এই দিন ওই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা।
ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির সর্বশেষ লেনদেন হয়েছে ২৯ টাকা ৮০ পয়সায় । মোট ১ হাজার ১৩৭ বারে ৮ লাখ ৪১ হাজার ৮৬০টি শেয়ার লেনদেন করেছে প্রতিষ্ঠানটি। যার বাজার মূল্য ২ কোটি ৪১ লাখ ৮১ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটিরদর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা। প্রতি ইউনিট সর্বশেষ লেনদেন হয়েছে ১৬ টাকা ৮০ পয়সায়। ফান্ডটি ৪৭২ বারে ৯ লাখ ৮৩ হাজার ৮২৬টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬১ লাখ ৯৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে উঠে আসে কে অ্যান্ড কিউ লিমিটেড। দিনশেষে প্রতিষ্টানটির শেয়ারের দর বাড়ে ৮ দশমিক ৭১ শতাংশ বা ১৮ টাকা ৪০ পয়সা। সর্বশেষ লেনদেন হয় ২২৯ টাকা ৭০ পয়সায়। এদিন প্রতিষ্ঠানটির শেয়ার ১ হাজার ৬০৬ বারে ২ লাখ ২০ হাজার ২২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৪ হাজার টাকা।
টপ গেইনারের প্রতিষ্ঠানগুলো হলো: মুন্নু সিরামিক, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, মুন্নু জুট স্টাফলার্স, আইট কনসালটেন্টস লিমিটেড, স্টাইট ও লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড।
আজকের বাজার/মিথিলা