পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া বহুমাত্রিক ব্যবহারযোগ্য সর্ব-বৃহৎ রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপির। এদিকে বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং তাদের বিভিন্ন অস্ত্রের পরীক্ষা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও উত্তর কোরিয়া জোড় দিয়ে বলছে তাদের দেশে কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হয়নি। আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দেশটি এ মাসে এ ধরণের চারটি অস্ত্রের পরীক্ষা চালালো।
কিম রোববারের পরীক্ষার দিকনির্দেশনা দিয়েছেন এমন কথা উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা তাদের প্রতিবেদনে উল্লেখ করেনি। উত্তর কোরিয়ার এ নেতা প্রায় সবসময় দেশটির অস্ত্র পরীক্ষা দেখভাল করলেও রোববারের পরীক্ষার ব্যাপারে কেসিএনএ জানায় ক্ষমতাসীন দলের ভাইস চেয়ারম্যান রি পিয়ং চোল এই পরীক্ষার নেতৃত্ব দেন এবং জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান সংস্থা এটি পরিচালনা করে। দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়ার বন্দর নগরী উনসান থেকে রোববার জাপান সাগর অভিমুখে দুইটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এ দুইটি ক্ষেপণাস্ত্র ব্যলাস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপান সাগর পূর্ব সাগর নামে পরিচিত। তথ্য- বাসস
আজকের বাজার/ শারমিন আক্তার