সিরাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগঞ্জ ব্রিজের কাছে বাস-ট্রাক সংঘর্ষে শহীদ মোল্লা নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের এ সংঘর্ষ হয়।
নিহত শহীদ মোল্লা কৃষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর পশ্চিমপাড়া গ্রামের পলান মোল্লার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীতগামী ট্রাকের সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের মধ্যে ৬ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে শহীদ মোল্লা চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায়। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান