যুক্তরাষ্ট্র শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছে, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে বেইজিংয়ের নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের পর চীন যদি সেখানে কৌশলগত সামরিক ঘাঁটি স্থাপন করে তাহলে যুক্তরাষ্ট্র ‘পাল্টা প্রতিক্রিয়া’ জানাবে।
সলোমন দ্বীপপুঞ্জের নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠকের পর হোয়াইট হাউস বলেছে, ‘কার্যত সামরিক উপস্থিতি, ক্ষমতা প্রদর্শনের সক্ষমতা অথবা সামরিক স্থাপনা প্রতিষ্ঠার পদক্ষেপ নেয়া হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকবে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে।’ খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান