সলোমন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প সোমবার আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ(ইউএসজিএস)এ কথা জানিয়েছে।
ইউএসজিএস আরো জানায়, প্রশান্ত মহাসাগরিয় দেশটির রাজধানী হোনিয়ারার ১৪০কিলো মিটার দক্ষিণপূর্বে স্থানীয় সময় বিকাল ৪টার পর(গ্রিনিচ মান সময় ০৫০০টায়)ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৭ কিলোমিটার(মাইল)গভীর থেকে শক্তিশালী ভূমিকম্পটি উৎপত্তি হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান