সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিম প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে কুয়েত গমন করেছে। আইএসপিআর জানিয়েছে, অপারেশন কুয়েত পুর্ণগঠন (ওকেপি) এর আওতায় কুয়েত সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাছে একটি মেডিক্যাল টিম এর সহায়তা চেয়েছে। এ প্রেক্ষিতে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সশস্ত্র বাহিনীর একটি মেডিক্যাল টিম এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি নিয়ে ৯ এপ্রিল কুয়েত গমন করেছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান