উন্নততর কর রাজস্ব সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগ ও কর অঞ্চল-৯ এর যৌথ আয়োজনে আগামীকাল ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে দু’দিনব্যাপি ‘সশস্ত্র বাহিনী আয়কর মেলা-২০১৯’ শুরু হচ্ছে।
মঙ্গলবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল এম লোকমানুর রহমান, এনজিপি,এনডিইউ, পিএসসি।
উল্লেখ্য,এনবিআরের উদ্যোগে সারাদেশে গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়। এতে ২৬’শ ১৩ কোটি টাকার কর রাজস্ব আয় হয়েছে। মেলায় ১৮ লাখ ৬৩ হাজার ৩৮৭জন সেবাগ্রহণকারি সেবা নিয়েছেন এবং আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৫ হাজার ৯৫। এর পাশাপাশি এবারের মেলায় নতুন ইটিআইএন নিবন্ধন হয়েছে ৩২ হাজার ৯৬১টি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান