বুধবার ভারতের সশস্ত্র সীমান্ত বাহিনীর এক পুলিশ তার সহকর্মীদের উপর গুলি চালিয়ে নিজের উপর গুলি চালায়। নিজের উপর গুলি চালানোর চালানোর আগে তাদের মধ্যে পাঁচজনকে হত্যা করেছিল বলে জানিয়েছে পুলিশ।
ছত্তিশগড়ে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইপিবিপি) -এর কনস্টেবল মুসুদুল রেহমান তাঁর সহকর্মীদের উপর গুলি চালিয়েছিলেন।
আইটিবিপি কর্তৃক জারি করা একটি বিবৃতিতে বলা হয়, " তিনি সাতজন সহকর্মীকে গুলি করে করেছিলেন।" যার মধ্যে ৫ জন নিহত হয়। আহত বাকি দু'জনকে রাষ্ট্রীয় রাজধানী রায়পুরে বিমানবন্দরে নেওয়া হচ্ছে।আল আরাবিয়া।
আজকের বাজার/লুৎফর রহমান