সহকর্মীর গুলিতে পাকিস্তানে ২ আইনজীবী নিহত

ছবি : ইন্টারনেট

পাকিস্তানের লাহোরে একটি দেওয়ানি আদালতের বাইরে আজ মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি সহকর্মীর গুলিতে দুই আইনজীবী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রানা নাদিম ও রানা ওয়াইস।

হত্যাকারী আইনজীবীকে পুলিশ আটক করেছে। হত্যাকারী আইনজীবীদের সঙ্গে নিহতদের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে। খবর ডন অনলাইনের।

হত্যাকাণ্ডের পর পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রেখেছে। আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি তল্লাশি চালানো হচ্ছে।

চলতি মাসে লাহোর আদালতে প্রাঙ্গণে এটি দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা। ১ ফেব্রুয়ারি বিচারাধীন হত্যা মামলার এক আসামিকে সশস্ত্র হামলাকারীরা গুলি করে হত্যা করে। এতে এক পুলিশ সদস্যও নিহত হন।

এতে দেশটির আদালত প্রাঙ্গণের নিরাপত্তার ত্রুটির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

আরএম/