বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৫৭৪ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদানপূর্বক পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করবেন।
যারা শিক্ষা ছুটি এবং প্রেষণ বা লিয়েনে কর্মরত আছেন তারা এসব শেষে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদান করবেন।
আজকের বাজার/এমএইচ