এক কলেজছাত্রীর সঙ্গে প্রেম করার জেরে আক্রান্ত সহপাঠীকে মারধর থেকে বাঁচাতে চেষ্টা করায় কলেজছাত্র সাগর দত্তকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোররাতে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার পান্থপথ গলির বিএইচ ভূঁইয়া হাউস ভবনের নিচতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
ভোররাতে দুই যুবক অস্ত্রসহ তাদের কক্ষে প্রবেশ করে। তারা সাগরের গলায় ছুরি ধরে মুখে স্কচটেপ লাগিয়ে দিয়ে মারধর করার পাশাপাশি সজীবকে গুলি করে। গুলিবিদ্ধ সাগরকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় আহত সাগরের মৃত্যু হয়েছে বলে যানা যায়।
নিহত সাগর কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং তার বাড়ি জেলার চান্দিনা উপজেলার চিরাল্লা গ্রামে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, প্রেমসংক্রান্ত বিষয়ের জের ধরে এ ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
আজকের বাজার/আরজেড