পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমসের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান অনিক ট্রিমসে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি অনিক ট্রিমসে ৪ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে। কোম্পানিটি ১০০ ভাগ রপ্তানিমুখী কোম্পানি। এই কোম্পানটি মানিকগঞ্জে অবস্থিত।
কোম্পানিটি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য বাজারজাত করে। অনিক ট্রিমস ফটো কার্ড, ব্যাক বোর্ড, বার কোড, হ্যাংটাগ, সুইং থ্রেড,ইলাস্টিক, পলি, কার্টন, ট্রিস্যু পেপার, গাম টেপ ইত্যাদি রপ্তানি করে।