সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে এমজেএল বিডি

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ তার সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়ামে ৭৮ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটিতে এমজেএল বিডির ৬২.৫০ শতাংশ শেয়ার রয়েছে।

আজ রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সহযোগী কোম্পানি ওমেরা পেট্রোলিয়াম রাইট শেয়ার ইস্যু করবে। আর একারণে এখানে ৭৮ কোটি ৫১ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা বিনিয়োগ করবে এমজেএল বিডি। ১০ টাকা ইস্যু মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ মোট ২৫ টাকায় প্রতিটি শেয়ার কেনা হবে।

২০১১ সালে তালিকাভুক্ত কোম্পানিটির মোট শেয়ারের ৭১.৫৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। বাকি শেয়ারের মধ্যে ১৫.১২ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, দশমিক ৮৪ শতাংশ রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১২.৫১ শতাংশ শেয়ার।

আরএম/