পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই ফরমুলেশনের পরিচালনা পর্ষদ নতুন সহযোগী কোম্পানির অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নতুন সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে এসিআই এগ্রোকেম লিমিটেড। নতুন এই সহযোগীর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২ কোটি টাকা। এই সহযোগী প্রতিষ্ঠানের ৯০ শতাংশ শেয়ারের মালিকানা এসিআই ফরমুলেশনের।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এই সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করবে এসিআই ফরমুলেশন।