ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গে) উত্তর পূর্বাঞ্চল থেকে গত দু সপ্তাহে জাতিগত সহিংসতার কারণে লাখ লাখ লোক পালিয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র বাবর বালুচ জেনেভায় সাংবাদিকদের বলেন, সর্বশেষ সহিসংতার কারণে তিন লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।
তিনি বলেন, ডিআরসি’র ইতোরি প্রদেশে গত সপ্তাহের মধ্যভাগে সে সহিংসতা শুরু হয়েছে তা আরো মারাত্মক রূপ নিয়েছে। হেমা ও লেন্ডু গ্রুপের মধ্যে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।
উভয় গ্রুপের মধ্যকার এ উত্তেজনাময় পরিস্থিতির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিন্তু ১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এ দু গ্রুপের সংঘর্ষে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে।