ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল এম মিলার বলেছেন, সহিংসতা এড়িয়ে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে সকলকে উৎসাহ দেয় তার দেশ।
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠকটি ১২টা ৫০ মিনিটে শুরু হয়ে ১টা ১০ মিনিটে শেষ হয়।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র সবসময় সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে। আমরা চাই, প্রত্যেকে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক।’
সবাইকে বাধাহীনভাবে নির্বাচনী প্রচারণা চালাতে এবং ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করে মিলার বলেন, ‘বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতার খবর প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে আমরা অবগত আছি। সব দলের সহিংসতা এড়িয়ে চলা উচিৎ। আমরা যে কোনো ধরনের সহিংসতার নিন্দা করি।’
‘আমাদের যেকোনো ধরনের সহিংসতা অবশ্যই পরিহার করতে হবে,’ যোগ করেন তিনি।
বৈঠকে বিএনপি নেতা নজরুল ইসলাম খান, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ