মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন ইসরাইল ও ফিলিস্তিন নেতৃবৃন্দের প্রতি ‘সহিংসতা চক্রের অবসান’ ঘটানোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি উভয়পক্ষের মধ্যে সহিংসতা বেড়ে যাওয়ায় মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিডের প্রতি পৃথক আহ্বানে ব্লিংকেন ইসরাইল, পশ্চিমতীর ও গাজায় সহিংসতা বন্ধে সংযম অনুশীলন এবং উত্তেজনা বেড়ে যায় এমন কর্ম থেকে দূরে থাকার গুরুত্বের ওপর জোর দেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান