ভুয়া সংবাদ ঠেকাতে একজোট হয়েছেন বৈশ্বিক সাংবাদিকরা। স্বাধীনভাবে কাজ করা সাংবাদিকদের অর্থায়ন ও সংবাদে বস্তুনিষ্ঠতা বজায় রাখতে নতুন মুদ্রা ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছেন তারা।
‘প্রেস কয়েন’ নামে এ নতুন ডিজিটাল মুদ্রা ব্যবস্থাটি ক্যালিফোর্নিয়ার বিনিয়োগ ফান্ড ‘হায়ারঅর্ডার ভিসি’ ও বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা একত্রে চালু করেছে। এতে ফ্রিল্যান্স অনুসন্ধানি সাংবাদিকদের আর্থিক স্বাধীনতা দেওয়া ও বিজ্ঞাপনভিত্তিক আয় করা সাংবাদিকতা বন্ধের আশা করছে প্রেস কয়েন কর্তৃপক্ষ।
টুইটারে প্রেস কয়েন কর্তৃপক্ষ প্রচারণা চালাচ্ছে ‘আসল সংবাদে বিনিয়োগ করুন’। আর এর জন্য বিভিন্ন হারে বোনাসও দিচ্ছে তারা।
প্রেস কয়েনের প্রেসিডেন্ট অমিত রাথোরের বরাত দিয়ে রাশিয়া টুডে জানিয়েছে,বর্তমানে সাংবাদিকরা প্রকাশকদের ইচ্ছার অধীন। নিউজের পাঠক বাড়ানোর জন্য অনেক প্রকাশকই বিজ্ঞাপন দিচ্ছেন। তারা তাদের কন্টেন্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করছেন। এভাবে স্বাধীন সাংবাদিকতার মান বজায় রাখা যায় না।
জানা গেছে, এই নতুন ডিজিটাল মুদ্রাব্যবস্থা একটি ব্লকচেইন ব্যবস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এ ব্যবস্থা এর কন্ট্রিবিউটারদের অংশগ্রহণ, তাদের মিথষ্ক্রিয়া, নিউজ সাইটে তাদের প্রভাব হিসাব করে। একটি মুদ্রায়ন উপাদান একটি অংশগ্রহণকারী নিউজ সাইটের অর্থ পরিশোধ করা সংবাদের দাম নেবে। আর সাইটের কন্টেন্ট ক্রিয়েটরদের এর আর্থিক মূল্য বিতরণ করবে।
আগামী ২২ নভেম্বর একটি ২৮ দিনব্যাপি প্রাথমিক কয়েন প্রস্তাব (আইসিও) রাখা হয়েছে। এতে প্রতি প্রেস কয়েনের মূল্য ১ ডলার রাখা হবে। এই মুদ্রা ব্যবস্থা যুক্তরাজ্যে নিবন্ধন করা হয়েছে। আর আইসিও শেষ হওয়ার পর তা পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পরিচালিত হবে। এ প্রস্তাবের মধ্যেই বিনিয়োগকারীদের ১০ কোটি ইউনিট উন্মোচন করার পরিকল্পনা করছেন প্রেস কয়েন প্রতিষ্ঠাতারা।
সকল প্রকাশনা প্রতিষ্ঠান গণতন্ত্র,রাজনীতি, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ে বেশি পরিমাণে অনুসন্ধানী সংবাদ করবে এমনটাই আশা করছে প্রেস কয়েন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ডিজিটাল মুদ্রা ব্যবস্থা বা ক্রিপ্টোকারেন্সি বিশ্বব্যাপী দ্রুত এবং সুবিধাজনকভাবে অর্থ পরিশোধের সুযোগ তৈরি করে। এই পরিশোধ ব্যবস্থা গোপন থাকে।
আজকের বাজার:এলকে/এলকে ২০ নভেম্বর ২০১৭