সাংবাদিকদের কারও করোনাভাইরাস সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হলে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার রাজধানীতে তার সরকারি বাসভবনে সীমিত সংখ্যক সাংবাদিকের সাথে মতবিনিময়কালে তিনি এ পরামর্শ দেন। মন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি কোনো সাংবাদিকের এ সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হয় তাহলে তারা যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।’
হাছান মাহমুদ বলেন, জরুরি সেবা নিশ্চিত করতে সাংবাদিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি সব গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহ করারও আহ্বান জানান। গত ৩ এপ্রিল ইনডিপেনডেন্ট টেলিভিশন চ্যানেলের এক কর্মীর করোনাভাইরাস ধরা পড়ার পর তার ৪৭ সহকর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
এছাড়া, শনিবার রাতে এটিএন নিউজের এক কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়। প্রতিষ্ঠানটির ২০ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আর যমুনা টিভির এক সাংবাদিক সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হলে তার ৩৪ সহকর্মীকে হোম কোয়ারেন্টাইনে নেয় কর্তৃপক্ষ। সূত্র্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার