‘সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপপ্রয়োগ হবে না’

ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ সাংবাদিকদের বিরুদ্ধে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই ধারার অপপ্রয়োগ করার সুযোগ নেই। কেউ অপরাধ না করলে তার ভয় পাওয়ার কি আছে?

সদ্য শেষ করা ইতালি সফরের বিভিন্ন বিষয় জানাতে সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।