ভোটের দিন আগামী ৩০ ডিসেম্বর সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) আসাদুল হক জানান, ‘ভোটের দিন সাংবাদিকরা মোটরসাইকেলে কমিশনের অনুমোদিত স্টিকার লাগিয়ে খবর সংগ্রহ করতে পারবেন।’
তিনি বলেন, ‘নির্বাচনের দায়িত্ব পালনের জন্য সাংবাদিকরা ইতিমধ্যেই স্টিকার ও কার্ড পেয়েছেন। ওই কার্ড প্রদর্শন করে সাংবাদিকরা তাদের মোটরসাইকেল চালাতে পারবেন।’
তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ