সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহিত্যে গোলাম সারওয়ারের অবদান বাংলাদেশের জনগণ চিরকাল মনে রাখবে।

রাষ্ট্রপতি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গোলাম সারওয়ার গতকাল সোমবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজকের বাজার/এমএইচ