বরিশালে প্রথিতযশা সাংবাদিক ও সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) বিকেলে বানারীপাড়া মডেল ইউনিয়ন ইন্সটিটিউশন প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সোয়া ২টায় হেলিকপ্টারযোগে গোলাম সারওয়ারের মরদেহ বানারীপাড়ায় পৌঁছায়।
এসময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ তার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
গোলাম সারওয়ারের জানাজায় অংশ নেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন বীরবিক্রম, বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক গোলাম সারওয়ারের ভাই গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জু।
জানাজা শেষে পুনরায় হেলিকপ্টারযোগে গোলাম সারওয়ারের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়।
আজকের বাজার/এমএইচ