সাংবাদিক গ্রেফতার ও নিপীড়ন বন্ধসহ নানা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘এশিয়ান জার্নালিস্ট সোসাইটি’। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের গণচাকুরিচ্যুতির প্রতিবাদ ও বেতন ভাতা পরিশোধের দাবি জানান সোসাইটির নেতারা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সত্য প্রকাশের কারণে অনেক সাংবাদিককে আটক করা হচ্ছে। বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতি প্রকাশ করলেও দেখানো হচ্ছে ভয়ভীতি।
অবিলম্বে আটক সাংবাদিকদের মুক্তি দাবি করে নেতারা বলেন, দেশের কল্যাণেই সাংবাদিকদের কর্মক্ষেত্রে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
এসময়, করোনা পরিস্থিতিতে সংবাদকর্মীদের বিশেষ প্রণোদনা দেয়ার পাশাপাশি সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের দ্রুত মুক্তির দাবি জানানো হয়।