গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৮৭তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার ০৩ আগস্ট নির্মল সেন স্মৃতি সংসদ নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিন পালন করে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা হয়।
নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী সরকার, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ১৯৩০ সালের ৩ আগস্ট তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। নির্মল সেন ২০১৩ সালের ৮ জানুয়ারি পরলোকগমন করেন।
আজকের বাজার: আরআর/ ০৩ আগস্ট ২০১৭