মাদারীপুরে কালকিনি উপজেলায় দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি শহিদুল ইসলামকে গাছে বেঁধে নির্যাতন ও পরে এক চাঁদাবাজী মামলায় গ্রেফতার দেখানোর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদউল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, মাদারীপুরের এসপি ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসিকে ৩০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া এসপি পদমর্যাদার নিচে নন এমন একজন কর্মকর্তাকে দিয়ে ঘটনার তদন্ত করে আগামী ১৪ মে’র মধ্যে আইজিপিকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দৈনিক কালেরকণ্ঠ পত্রিকায় ‘সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন, পরে গ্রেফতার’ শীর্ষক প্রতিবেদন আমলে নিয়ে রবিবার স্বত:প্রণোদিত হয়ে এ রুল জারি করেন আদালত।