সাংবাদিক পবনের পিতার ইন্তেকালে ডিআরইউ’র শোক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও দৈনিক আজকের কন্ঠ পত্রিকার চিফ রিপোর্টার পবন আহমেদের পিতা মোহাম্মদ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার তিনি নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৬ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকাল ১০টায় বেগম বাজার শাহী মসজিদে জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে পবন আহমেদের পিতা মোহাম্মদ হোসেনের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরএম/