ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় পুলিশ শনিবার ভোরে মোহাম্মদপুর থেকে আরেক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আলতাফ হোসেন জানান, পুলিশের একটি দল ৩৪ নম্বর ওয়ার্ড থেকে ইমন মোল্লা (৩১) নামে একজনকে গ্রেপ্তার করে।
এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, অনলাইন নিউজ পোর্টাল আগামীনিউজ ডটকমের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমন ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় মোহাম্মাদপুর এলাকার রায়েরবাজারের সাদেক খান রোডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর হামলার শিকার হন।
আহত সুমনকে প্রথমে জেএইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
আজকের বাজার/এমএইচ