রাজবাড়ীতে সাংবাদিক হত্যা মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন থেকে সাংবাদিক রিমন হত্যা মামলার অাসামি ফরিদ সরদারকে (২৭) অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের দয়ালনগর গ্রাম থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ফরিদ ওই ইউনিয়নের কালিনগর গ্রামের আনজাদ সরদারের ছেলে।

রাজবাড়ীর ডিবি পুলিশের এসআই মো. নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে ফোকাস বাংলার সাংবাদিক রিমন হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এমআর/