তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার রাতে তিনি এক শোকবার্তায় প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। ড. হাছান মাহমুদ বলেন, হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ সাংবাদিক ও ভালো মানুষকে হারালো।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরাস্থ রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবীর খোকন সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান