সাংসদ পদের নির্বাচনে মালয়েশিয়ার আনোয়ারের প্রচারণা শুরু

আসন্ন উপ-নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন মালয়েশিয়ার পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। খবর ইউএনবি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আনোয়ার এই উপ-নির্বাচনে জয়ী হলে তার জন্য দেশটির পরবর্তী প্রধানমন্ত্রীর হওয়ার পথ প্রায় নিশ্চিত হয়ে যাবে।

তবে সক্রিয় রাজনীতিতে ফিরে যাওয়ার জন্য তাকে একাধিক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে।

চলতি মাসে মালয়েশিয়ার নির্বাচনী অঞ্চল পোর্ট ডিকসনের এক সংসদ সদস্য পদত্যাগ করলে আনোয়ারের জয়ের পথ অনেকটা সহজ হয়ে যায়।

কয়েকজন মন্ত্রিসভার সদস্যসহ আনোয়ার দক্ষিণ উপকূলীয় শহর পোর্ট ডিকসন শহরে টাউন হলের তার মনোনয়নপত্র জমা দেন।

উপ-নির্বাচনে ছয় প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এই উপ-নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়ার আইনসভায় শক্ত অবস্থানে পৌঁছাতে পারবেন আনোয়ার।

মালয়েশিয়ার ৯৩ বছর বয়সী বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের যোগ্য উত্তরসূচি ভাবা হচ্ছে আনোয়ার ইব্রাহীমকে (৭১)।

প্রসঙ্গত, ২০১৫ সালে সমকামিতার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন আনোয়ার। পরে এক রাষ্ট্রীয় আদেশে চলতি বছরের মে মাসে কারামুক্তি লাভ করেন তিনি। পোর্ট ডিকসনের আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা হয়।

আজকের বাজার/এমএইচ