খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজার মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৯ জুলাই) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার পর সুজার মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এর আগে মোস্তফা রশিদী সুজার জানাজায় অংশ নেন সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্যসহ অনেকেই। শ্রদ্ধা জানান সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার রাতে মারা যান আওয়ামী লীগের এ সংসদ সদস্য। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজকের বাজার/এমএইচ