ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা দুই কক্ষ বিশিষ্ট। ২ বিধানসভার মোট সাংসদ রয়েছেন ৫৭ জন। এদের মধ্যে ৩৫ জন সাংসদই কোটিপতি। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ সাংসদের সম্পত্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারি মামলা নিয়ে সমীক্ষা চালায় একটি বেসরকারি সংস্থা। এই সমীক্ষাতেই বিষয়টি উঠে এসেছে।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিং রিফর্মসের (এডিআর) চালানো সমীক্ষা থেকে জানা যায়, কোটিপতি ৩৫ জন সাংসদের মধ্যে ২৯ জনই তৃণমূলের। আর দেশের দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গরিব মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন ত্রিপুরার মানিক সরকার।
তৃণমুলের কোটিপতি সাংসদদের তালিকায় সবার উপরে অভিনেতা দেব। তার সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি।
কংগ্রেস ও এর ব্যতিক্রম নয়। ফৌজদারি অভিযোগের প্রশ্নে সবার উপরে রয়েছে কংগ্রেসের অধীর চৌধুরী। ১৬ টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
আজকের বাজার : আরজেড/আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮