সাংহাইয়ের দক্ষিণপশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা জিনশানে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে টাইফুন জংদারি আঘাত হেনেছে। আর এটি হচ্ছে চলতি বছরের ১২ তম টাইফুন।
টাইফুনের কেন্দ্রের কাছে প্রতি সেকেন্ডে বাতাসের আবর্তনের সর্বোচ্চ গতি ২৩ মিটার।
জাতীয় আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
আজকের বাজার/এমএইচ