ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের ক্ষুদ্র একটি দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আকার-আকৃতিতে ক্ষুদ্র হলে কী হবে, বাংলাদেশে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও অপার সৌন্দর্য। এদেশের সৌন্দর্যে যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা মুগ্ধ হয়েছেন। শুধু তাই নয়, কালে কালে এদেশের সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি দিতেও কুণ্ঠিত হয়নি ভীনদেশিরা। তাইতো বারবার বৈদেশিক আক্রমণের শিকার হয়েছে আমার সোনার বাংলা।
তথ্য প্রযুক্তির সৃজনশীলতায় বাংলার অপার সৌন্দর্য্য দেখার আকাংখা নিয়ে বিশ্ব পর্যটকপ্রেমীকরা ছুটে আসে লালা সবুজের এ দেশে।
দেশী বিদেশী পর্যটকদের প্রধান আর্কষণ ঢাকা, ঢাকাকে কেন্দ্র করে টেকনাফ থেকে তেঁতুলিয়া চুষে বেড়ানো আগ্রহ প্রকাশ করে থাকে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে যানজটের করণে প্রতিদিনে নষ্ট হচ্ছে প্রায় ৫০ লাখ কর্মঘণ্টা। এর ফলে আর্থিক মূল্য হারাতে হচ্ছে প্রায় ৩৭ হাজার কোটি টাকা।
শুধু তাই নয়, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার ফলে যাত্রীদের মানসিক চাপ সৃস্টি হয়। এ চাপ আবার অন্যান্য রোগের উৎস হয়ে দাড়ায়। শব্দ দূষণ, বায়ু দূষণ ও যানজটে যেমন ঢাকাবাসী অতিষ্ট তেমনি বিদেশী পর্যটকদের কাছে ভাবমূর্তি অখুন্ন হয় আমার জন্ম ভূমি।
পর্যটন শিল্প বিকাশে "পর্যটন নগরী ,যানজট মুক্ত শহর গড়তে" পর্যটকদের সাইক্লিং উৎসাহীত করতে পারলে দেশের অর্থনীতি উন্নয়নের জন্য পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পর্যটন শিল্পের উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন জন্য সড়ক পথে সাইক্লিং ব্যাবহার প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ।
২০১৩ সাল থেকে দেশে একমাত্র ‘বিডি ক্লিক’ ধারাবাহিক ভাবে বিশ্বপর্যটন দিবসে পর্যটকদের সাইক্লিং উৎসাহীত করার লক্ষ্যে নানা উদ্যোগ নিয়ে থাকেন। পর্যটন শিল্প ইতিমধ্যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দৃষ্টাতমূলক ভূমিকা রেখেছে।
বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হিসেবে গার্মেন্টস সেক্টর নিয়ে আমাদের গর্বের অন্ত নেই। যানজট মুক্ত নগর উন্নয়নে বিদেশী পর্যটকদের বাংলাদেশ ভ্রমনে উৎসাহীত করতে পারলে দেশের কর্মসংস্থান তৈরী ও বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সম্ভবনা রয়েছে।
যদি আমরা আমাদের সমন্বয়ে সড়ক যানজট মুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাই তবে, আমাদের অনেক সম্ভাবনা এসে ধরা দেবে। আর যদি আমরা পর্যটকদের সাইক্লিং উৎসাহীত করতে পারি তবে, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান খাত হিসেবে এ সেক্টরে বিপুল সম্ভবনা রয়েছে।
এবারও প্রতিবছরের ন্যায় আগামী ২৭ সেটেম্ববার সকাল ৭টায় জাতীয় জাদুঘর শাহবাগ প্রাঙ্গণ থেকে বিশ্বপর্যটন দিবসে পর্যটকদের দেশ ভ্রমণ উৎসাহীত করার লক্ষ্যে পরিবেশবান্ধব সাইকেল শোভা যাত্রার বের কর হবে।
আমিনুল ইসুলাম টুববুস
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি (বিডি ক্লিক)
আজকের বাজার/এএল