বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের (বিডিক্লিক) সঙ্গে মতবিনীময় করেছেন ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
রাজধানীর বনানীর এক রেস্টুরেন্টে এ মতবিনীময় অনুষ্ঠিত হয়।
আতিকুল ইসলাম বলেন, আমার প্রথম কাজই হবে যানজট দুর ও পরিবেশবান্ধন সাইক্লিস্টদের জন্য সাইকেল লেন বাস্তবায়ন করা।
এসময় বিডিক্লিক এর সভপতি আমিনুল ইসলাম টুববুস নগরে সাইকেল লেন এর গুরুত্ব তুলে ধরেন।
মতবিনীময়কালে উপস্হিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ, ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহিদ মাহামুদ শহিদুল্লাহ, ব্রেন্ড লাইফ হসপিটালে ব্যাস্থাপক ফকরুল হোসেন ও সাদীয়া রহমান।