গাড়ির সাইড-ভিউ মিররের জায়গায় এ বার থাকবে ক্যামেরা সেন্সর।
অনায়াসেই কোনও রকম বাধা ছাড়া করা যাবে গাড়ি পার্কিং। শুনতে অবাক লাগছে! সম্প্রতি এ রকমই আধুনিক ফিচারের গাড়ি নিয়ে এল দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গাড়ির সংস্থা হুন্ডাই মোবিস।
পরবর্তী প্রজন্মের গাড়িগুলির পার্কিংয়ের সুব্যবস্থার জন্য সাইড-ভিউ মিররের বদলে রাখা হবে ক্যামেরা মনিটারিং সিস্টেম, এ রকমই কথা জানাল হুন্ডাই মোবিস। ইয়নহাপ নামের একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, গাড়ি তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার জন্য হুন্ডাই মোবিস আধুনিক সেন্সরের প্রযুক্তি নিয়ে বেশ কয়েকটি মোবিলিটি ডেভেলপারের সঙ্গে যুক্ত হয়েছেন।
গাড়ির মধ্যে থাকবে তিনটি উন্নতমানের ক্যামেরা সেন্সর যা ড্রাইভিংয়ের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ব্লাইন্ড স্পট কমাতেও সাহায্য করবে।
আজকের বাজার/লুৎফর রহমান