সাইপ্রাসে একটি নৌকা ডুবে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন। খবর আল জাজিরার।
বুধবার (১৮ জুলাই) দেশটির উপকূলরক্ষীরা এক বিবৃতিতে এসব তথ্য জানান।
আল জাজিরার খবরে বলা হয়, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত এ ঘটনায় ১০৩ জনকে উদ্ধার করেছেন। উপকূলরক্ষীরা একটি ফুটেজ শেয়ার করেছেন। তাতে দেখা যায়, উদ্ধারকাজে একটি বিমান, হেলিকপ্টার ও চারটি নৌকা মোতায়েন করা হয়েছে।
সাইপ্রাসের উপকূলে নৌকাটি কখন ডুবেছে সে বিষয়ে এখনো কোন নির্দিষ্ট তথ্য জানা যায়নি। এমনকি নৌকাডুবির কারণ সম্বন্ধেও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এছাড়া, নৌকার আরোহীদের জাতীয়তাও নিশ্চিত করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃতদের তুরস্কের মেরসিন শহরে নিয়ে যাওয়া হচ্ছে। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুত্বর। তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
আজকের বাজার/একেএ